Description
আরিফ সবুজ কবিতার জন্য নিজেকে প্রস্তুত করলেও তাঁর কাব্যজার্নি জীবনের সঙ্গে স্তব্ধ হয়ে আছে। ‘উইলসন’স ডিজিজ’ তাঁকে শিশুর মতো করে দিয়েছে। তাঁর ভাবনা-চিন্তা দার্শনিক বয়ান কিংবা মানবশুশ্রূষার শিক্ষাগুলোও হাইওয়ের ঘাসের লনে দুমড়ানো স্বপ্নভরতি লাগেজের মতো। নস্টালজিক ফ্যাক্টরির কবিতাগুলো তাঁর প্রস্তুতিপর্বের হলেও পরিণত জীবনবোধের সন্ধান দেয়। যেন দারুণ থেকে নিদারুণ জীবনের সন্ধান।
এটাই তাঁর প্রথম প্রকাশিত কাব্য। কবিতা লিখতেন মূলত স্যোশাল মিডিয়ায়।
একটু পড়ে দেখুনঃ
১
থেমে থেমে নিজেকে খুঁজি,
হাতড়ে ফিরি হৃদয়ের হাড়গোড়
প্রত্যেকটি আলাদা রকম একা।
ঘুরেফিরে মানুষ খুঁজি
খুঁজে পাই মাহফিলের দলা
খুলিহীন বুলিহীন সামাজিক হুল।
বিজনে নিজের সনে নিরাশের
সঙ্গে পাওয়া বাড়ি, কাঠিতে মুখহীন ঘুমে নির্জন
স্বপ্নবিহীন একটা পথ মাড়াই।
৭ ফেব্রুয়ারি ২০১৫
২
তৈলাক্ত খুলি ভেতর থেকে ছড়িয়ে পড়েছে
প্রতিটি শিরাউপশিরায় হুদগাড়ে;
ব্যাধি, সমাজ থেকে সাংবিধানিক রাষ্ট্রের রাজত্বে।
প্রাচীন মানবসভ্যতা কখন এখানে অধিদূর!
সারা জাহানেই তৈলাক্ত আধিপত্যের অন্তহীন বৃষ্টি,
শিল্পে অধিজাত শ্রমিক, অধিজাত কৃষক, অধিজাত কেরানি,
দড়িজাত মালা-মোড়া, অধিজাত দালাল-মোসাহেব ও তার পিঠে ভর করা
তেলের রেশি রমণীয় সম্মদ।
এবং তৈলের কারচুপিতে তেলে পোতা তেল-ঝলসানো
মনুষ্যত্বের আহাজারি।
নগরসভ্যতার বলমালে চাকচিক্য প্রচারে আদলে পড়ে যায়
বারবার সংখ্যালঘু মানুষের তৈলট্রিবিউটেড বালিশবাহিনী, পৃথিবীশয্যা।
তেলের বাধাব মধ্যে গলে পরিবর্তন কেন্দ্রে বঙ্গোপসাগর,
উপদ্রব তৈল-গন্ধ আমাদের তিলকে তাল করা প্রচারযন্ত্র,
স্বাধীনতার পতাকায় অধমন, আঞ্চলিকতা—জাতীয়তা
সাংস্কৃতিক ইতিহাসের গায়েও তেলের লেপন।
বিশ্ববিবেক শিরে একটা স্ট্রোক হয়ে ওঠে।
পোশাকি তৈলাক্ত সুবোধ বদলে ফিরতাস
মিথ্যে তাড়া বোধ—জলে পরিচিত কামসূত্রায়।
২৬ জানুয়ারি ২০১৫
Reviews
There are no reviews yet.